নগরীর আকবরশাহ থানা এলাকায় একটি পলিথিন কারখানার বিদ্যুৎ এবং পানিসহ বিভিন্ন সেবার লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের খবর পেয়ে কারখানার মালিকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান। পরিবেশ অধিদপ্তর এবং চট্টগ্রাম জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানার নির্দেশনায় গতকাল পলিথিন কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাফিল জাহানের নেতৃত্বে আকবরশাহ থানাধীন বিশ্বকলোনি কাঁচাবাজার এলাকায় জামাল সাহেবের গোডাউন সংলগ্ন স্থানে একটি নামবিহীন পলিথিন কারখানার হদিশ পাওয়া যায়। অভিযানের খবর পেয়ে কারখানার মালিকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন সেবা সংস্থার লোকজনের সহায়তায় কারখানাটির বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
পরে কর্নেল হাট কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। উক্ত দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন, সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও ঊর্মি সরকার, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহজাদা মোহাম্মদ সামসুজ্জামান ও সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ ওমর ফারুক উপস্থিত ছিলেন।