পলিথিনে শুল্ক কমানোর প্রস্তাব

| শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:০৭ পূর্বাহ্ণ

পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধের কথা সরকার বলে এলেও নতুন অর্থবছরের বাজেটে দেখা গেছে উল্টো চিত্র। গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পলিথিনে সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করেছেন। তার এই প্রস্তাবে খুশি হয়েছেন পলিথিন ব্যবসায়ীরা। খবর বিডিনিউজের।

সব ধরনের পলিব্যাগ, প্লাস্টিক ব্যাগ (ওভেন প্লাস্টিক ব্যাগসহ) ও মোড়ক সামগ্রীর উপর গত অর্থবছরে যে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল, তা এবার প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বন্ধে বরাবরই বলে আসছেন সরকারের মন্ত্রীরা। চলতি বছর ধরিত্রী দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ পলিথিন ব্যবহার না করতে সবাইকে উৎসাহিত করেছিলেন। পলিথিনের ব্যবহার কমিয়ে পাটের ব্যবহার বাড়াতে গত মার্চে এক অনুষ্ঠানে বলেছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

পূর্ববর্তী নিবন্ধ৮৭ হাজার ২৩০ গ্রামের উন্নয়নের জন্য রূপরেখা প্রণয়ন করা হবে
পরবর্তী নিবন্ধবাজেটে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে