পলিথিনে পণ্য বিক্রি, ফুটপাতে মালামাল

১৬ দোকানদারকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

পলিথিন ব্যাগে পণ্য বিক্রিসহ নানা অপরাধে রেয়াজুদ্দিন বাজার ও জুবিলী রোডের ১৬ দোকানদারকে ২১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর আজাদীকে বলেন, দণ্ডিতদের কেউ কেউ নিষেধাজ্ঞা সত্ত্বেও পলিথিন ব্যাগে পণ্য বিক্রি করছিল। এছাড়া অবৈধভাবে ফুটপাত দখল করেও ব্যবসার পাশাপাশি দোকানের সামনে ময়লা-আবর্জনা ফেলে নোংরা পরিবেশ সৃষ্টি করে।

পূর্ববর্তী নিবন্ধমানবদেহে প্রথমবারের মতো শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টার মধ্যেই ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি: তৈমুর