পলিটেকনিক ছাত্রদের বিক্ষোভ

শর্ট সিলেবাসে পরীক্ষা নেয়াসহ চার দাবি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

চারদফা দাবিতে নগরীর জিইসি মোড়, ২ নম্বর গেট ও মুরাদপুর এলাকায় বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে তারা এ কর্মসূচি পালন করে। প্রায় ২ ঘণ্টার এই বিক্ষোভ কর্মসূচি চলাকালে ২ নম্বর গেট এলাকায় রাস্তাও অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। কর্মসূচি চলাকালে ভিন্ন ভিন্ন স্থানে পাঁচলাইশ, চকবাজার ও খুলশী থানার পুলিশ অবস্থান নেয়। শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- স্থগিত দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের (সেমিস্টার) তাত্ত্বিক প্রমোশন দিয়ে ব্যবহারিক পরবর্তী পর্বের সঙ্গে সংযুক্ত করে একবছর লসের হাত থেকে মুক্তি দেওয়া, প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে দ্রুত পরীক্ষা নেওয়া, সকল প্রকার অতিরিক্ত ফি প্রত্যাহারের পাশাপাশি সকল প্রাইভেট পলিটেকনিকেলের সেমিস্টার ফি অর্ধেক করা এবং ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করা।
শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করলেও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া। তিনি আজাদীকে বলেন, কর্মসূচি চলাকালে পাঁচলাইশ থানার পাশাপাশি চকবাজার ও খুলশী থানার পুলিশ মোতায়েন ছিল। বিপ্লব উদ্যানে গিয়ে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শেষ করে। শান্তিপূর্ণ ভাবেই তাদের কর্মসূচি সমাপ্ত হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি মামলা
পরবর্তী নিবন্ধঅবৈধ গ্যাস সিলিন্ডারে চলছে ‘এইচ পাওয়ার’ ত্রি-চক্র যান