সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকার দাবিতে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল গতকাল নগরীর ২নং গেট বেবি সুপার মার্কেট হতে শুরু করে পলিটেকনিক মোড়ে এসে সমাপ্ত হয়। মিছিলের নেতৃত্ব দেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন। এসময় বক্তারা সন্ত্রাস চাঁদাবাজ মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল এগিয়ে যাচ্ছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপি নেতা হাছান, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: আজম, যুবদল নেতা মোঃ দুলাল, তোফাজ্জল, ফারুক, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মনির উদ্দিন, শ্রাবণ, এম এইচ কলেজ ছাত্রদল নেতা সেলিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।