নগরীর কোর্টহিলের অদূরে মেথরপট্টি এলাকায় আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আদালত পাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার দিন গতকাল আদালত পাড়ার আইনজীবী ভবনের সামনে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন। বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন সমিতির সহ–সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফজলুল বারী। তিনি বলেন, আইনজীবী আলিফ ছিলেন উদ্যমী ও মেধাবী তরুণ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আইনের মানুষ যদি নিজেই নিরাপত্তাহীনতায় ভোগে, তবে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে? তাই দোষীদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে কোনোরূপ বিলম্ব আমরা মেনে নেব না।
আলিফ হত্যা মামলার আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আলিফ হত্যাকাণ্ডে জড়িত চার্জশিটভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা পিপি আশারাফ হোসেন চৌধুরী রাজ্জাক, মহানগর পিপি মো. মফিজুল হক ভুঁইয়া, স্পেশাল পিপি রওশন আরা বেগম, ফৌজুল আমিন চৌধুরী, অতিরিক্ত পিপি হোসাইন মো. আশরাফ উদ্দিন, মোরশেদ আলম, সাইফুল আবেদীন, আইনজীবী কবির হোসাইন, আইনজীবী ফোরামের আহ্বায়ক তারিক আহমদ ও সদস্য সচিব আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদসহ আরও অনেকে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী।
আইনজীবী সমিতি জানিয়েছে, মানববন্ধন পরবর্তী গতকাল বিকালে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আইনজীবী সমাজ তার আদর্শ কর্মনিষ্ঠা ও সাহসিকতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর নগরীর কোর্টহিলের অদূরে মেথরপট্টি এলাকায় আইনজীবী আলিফ নৃশংসভাবে খুন হন। এ ঘটনায় তার বাবার দায়ের করা হত্যা মামলায় গত জুলাইয়ে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দেওয়া হয়। পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত সুকান্ত নামের অপর একজনকে চার্জশিটে যুক্ত করেন। সেই হিসাবে আলিফ হত্যা মামলার মোট চার্জশিটভুক্ত আসামি ৩৯ জন।











