পর্যাপ্ত ক্লাস্টার বোমা আছে, প্রয়োজন হলে ব্যবহার করবো : পুতিন

| সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

রাশিয়ার কাছে পর্যাপ্ত পরিমাণ ক্লাস্টার বোমা আছে জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে তার সেনাদের বিরুদ্ধে এ ধরনের বোমা ব্যবহৃত হলে মস্কোও মজুদে থাকা মারাত্মক ওই যুদ্ধাস্ত্র ব্যবহারের অধিকার রাখে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারটির কিছু অংশ রোববার প্রকাশিত হয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেনের চাহিদার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সমপ্রতি তাদেরকে ক্লাস্টার বা গুচ্ছ বোমা দিতে রাজি হয়েছে। এই ক্লাস্টার বোমা মূলত তার ভেতর অসংখ্য ছোট ছোট বোমা ধারণ করে রাখে। ছোড়ার পর বিস্তৃত জায়গাজুড়ে এই ছোট বোমাগুলো ছড়িয়ে দেওয়া হয়। এই ছোট বোমাগুলোর উল্লেখযোগ্য একটি অংশ তাৎক্ষণিকভাবে না ফেটে অনেকদিন ধরে মাটিতে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে পারে। পরে হুটহাট বিস্ফোরিত হয়। এসব কারণে ক্লাস্টার বোমায় বেসামরিক হতাহতের শঙ্কা বেশি থাকে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, পাল্টা আক্রমণ চলাকালে ইউক্রেনের কাছে থাকা গোলা ফুরিয়ে আসায় অন্তবর্তী সময়ের জন্য তারা এই ক্লাস্টার বোমা কিয়েভকে দিচ্ছে। কিয়েভ বলছে, তারা হরেদরে এই ক্লাস্টার বোমা ব্যবহার করবে না, কেবল যেসব স্থানে বিপুল পরিমাণ রুশ সেনা থাকবে সেখানেই এই মারণাস্ত্র ব্যবহার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ২৫ শিশুর খাবারে বিষ মেশানোর অভিযোগ, সাবেক শিক্ষিকাকে ফাঁসিতে ঝোলাল চীন
পরবর্তী নিবন্ধপদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস