বাংলাদেশে অসংখ্য পর্যটন এলাকা রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশে রয়েছে পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্যটন স্পটগুলো চিহ্নিত করা এবং পর্যটন স্পটগুলোর আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হলে বিদেশি পর্যটকের পাশাপাশি দেশীয় পর্যটকের সংখ্যা বাড়বে। এর ফলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। তাই, আমাদের জাতীয় আয় বৃদ্ধির জন্য পর্যটনকে সবিশেষ গুরুত্ব দিতে হবে। আমরা আশা করবো আমাদের পর্যটন ব্যবস্থার সার্বিক উন্নয়নে সরকার এবং সংশ্লিষ্ট মহল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আন্তরিকভাবে এগিয়ে আসবেন।
– নজরুল ইসলাম অপু, বহদ্দারবাড়ি, বহদ্দারহাট, চট্টগ্রাম