‘পর্যটন শিল্প এবং কৃষির উন্নয়নে পাল্টে যাবে পার্বত্যবাসীর ভাগ্য’

বান্দরবানে পুলিশ লাইনস স্কুল ভবনের উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

বান্দরবানে পুলিশ লাইনস স্কুল ভবনের নির্মাণ’সহ দুটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বান্দরবান শহরের বালাঘাটা পুলিশ লাইনস এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে তিন তলা ভবনের নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরীন আকতার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবুবিন ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাস, পৌরশাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম প্রমুখ। উন্নয়ন কাজগুলো হচ্ছে-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে দুই কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে তিন তলা স্কুল ভবন এবং ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত অভিভাবক সেট ঘর নির্মাণ। অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিক। এই সরকারের আমলেই পার্বত্য চট্টগ্রামে গড়ে তোলা হয়েছে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। পাহাড়ের মানুষ এখন শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ সবক্ষেত্রেই এগিয়ে গেছে। পার্বত্যবাসীর অর্থনৈতিক উন্নয়নেও নেয়া হয়েছে নানা রকম উন্নয়ন প্রকল্প। কৃষির উন্নয়নে নতুন দুইশ এগারো কোটি টাকার বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। কৃষি এবং পর্যটন শিল্পের উন্নয়নে এই অঞ্চলে পার্বত্যবাসীর ভাগ্য পাল্টে যাবে।

পূর্ববর্তী নিবন্ধউৎসের নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধইমাম হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন