‘পর্যটন শিল্পে নারী চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর একটি সাহসী উদ্যোগ’। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে এবং প্রোগ্রেস প্রজেক্ট আইএলও বাংলাদেশের সহযোগিতায় চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট আবিদা সুলতানার সভাপতিত্বে গতকাল হোটেল আগ্রাবাদের কর্ণফুলি হলে ‘পর্যটন শিল্পে নারী’ শীর্ষক সেমিনারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের এ কথা বলেন।
তিনি তার বক্তব্যে আরো বলেন, বিশ্বে পর্যটন শিল্পে নারী উদ্যোক্তাদের সম্পৃক্তা শতকরা ৫০ ভাগেরও বেশী, কিন্তু বাংলাদেশে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কারণে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ততা তুলনামূলক কম। তিনি বলেন, অন্যান্য শিল্পের তুলনায় পর্যটন শিল্প তুলনামূলক ঝুঁকিপূর্ণ। চট্টগ্রামে পর্যটন শিল্প মূলত প্রকৃতি নির্ভর। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ট্যুরিজম ইনফরমেশন সেন্টার তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যেখানে নারী উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য প্রদর্শন এবং বিক্রয় করতে পারবেন। তিনি বিশ্বাস করেন, পর্যটন শিল্পে নারীদের অংশগ্রহণের জন্য পর্যটনের মাধ্যমে শিক্ষা এবং শিক্ষার মাধ্যমে পর্যটন বিকশিত করা প্রয়োজন। পর্যটন শিল্পে নারীর সম্পৃক্ততা যত বেশী হবে, পর্যটন শিল্প তত বেশী এগিয়ে যাবে। সেমিনারে Women in Environment and Tourism welqK cvIqvi c‡q›U Dc¯’vcb K‡ib Dr. Mosae Selvakumar Paulraj, Associate Professor of Chemistry and Director of Environmental Sciences Program, Asian University for Women ও তার দল। এছাড়াও দৈনিক বাংলা-এর ব্যুরো চিফ ডেইজি মওদুদ পর্যটন শিল্পে নারী শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। উক্ত প্রবন্ধে তিনি পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, কুটিরশিল্পে নারীদের সম্পৃক্ততা প্রাচীন কাল থেকে। বর্তমানে নারীরা তাদের এই কুটিরশিল্পের কাজ দিয়ে আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশ, পতেঙ্গা জোনের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস তার বক্তব্যে বলেন, চট্টগ্রামে পাঁচটি জোনে ট্যুরিস্ট পুলিশ সেবা ও নিরাপত্তা দিয়ে থাকে। উইম্যান চেম্বারের প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী তার বক্তব্যে বলেন, চট্টগ্রামে ট্যুরিজম সেক্টরের একটি বিশাল সম্ভাবনা রয়েছে, আর আমাদের এই ট্যুরিজম সেক্টরে নারী উদ্যোক্তারা অনেক বেশী সম্পৃক্ত। কিন্তু কোথাও তাদের এই সম্পৃক্ততা মূল্যায়িত হয়না। উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট আবিদা সুলতানা সভাপতির বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন আপনারাই আমাদের পথচলার অনুপ্রেরণা। নারী উদ্যাক্তাদের ব্যবসায়িক প্রশিক্ষণের পাশাপাশি আমরা প্রান্তিক নারীদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করে থাকি। অনুষ্ঠানের শুরুতে উইম্যান চেম্বারের কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন চেম্বারে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ। প্রেস বিজ্ঞপ্তি।