পর্যটন শিল্পের বিকাশে ডি মোর বান্দরবান উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৭:১৭ পূর্বাহ্ণ

বান্দরবানে পর্যটন শিল্পের বিকাশে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ ‘ডি মোর বান্দরবান’ আবাসিক হোটেলের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বান্দরবান শহরের প্রাণকেন্দ্র হাফেজঘোনা এলাকায় নবনির্মিত হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ পরাজী, সুইটড্রিম ম্যানেজমেন্টে লিমিটেডের চেয়ারম্যান জি কে লালা, সদর উপজেলা চেয়ারম্যান এ কেএম জাহাঙ্গীর, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, রিহ্যাব- চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ও সুইটড্রিম ম্যানেজমেন্টে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কৈয়ূম চৌধুরী, উইম্যান চেম্বার অব কমার্সের লালসানি লুসাই, বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, ‘ডি মোর বান্দরবান’ এ অঞ্চলের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে। পর্যটন শিল্পের বিকাশ এবং মানোন্নয়নে আমরা বদ্ধপরিকর। এই অঞ্চলে সব শ্রেণী পেশার মানুষদের পর্যটনবান্ধব করে গড়ে তুলতে হবে। পর্যটকদের আকৃষ্ট করতে সমস্ত আয়োজনই রয়েছে, কিন্তু সেবা নিশ্চিত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবেগম জিয়াকে চিকিৎসা বঞ্চিত করে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার
পরবর্তী নিবন্ধদীপিকার নামে প্রতারণার মামলা!