পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তায় সহযোগিতা করতে হবে

বান্দরবানে জেলা আইনশৃঙ্খলা সভায় পার্বত্য মন্ত্রী

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

বান্দরবানে জেলা আইনশৃঙ্খলা উন্নয়ন সমন্বয় সভা গতকাল রোববার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, পর্যটন শিল্পের সম্ভাবনাময় জেলা বান্দরবান। সামপ্রদায়িক সমপ্রীতির এ জেলায় পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধি এবং আরামদায়ক স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতের লক্ষ্যে সার্বিক সহযোগিতা করতে হবে প্রশাসনকে। পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং পর্যটকরা যাতে দ্রুত বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণ করে আবার নিজনিজ গন্তব্যে ফিরে যেতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রশাসনকে তদারকি বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী। মন্ত্রী বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে উন্নয়ন কার্যক্রমগুলো সঠিকভাবে এগিয়ে নিতে তদারকি রাখতে হবে। সরকারি দপ্তরের প্রধানদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, ডেপুটি সিভিল সার্জন ডা. নয়ন সালাহউদ্দিন, পৌর মেয়র সৌরভ দাশ শেখর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর এবং বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পর্যটকদের জন্যও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে জেলায়। বিদেশি পর্যটকরাও যাতে সহজেই বান্দরবান জেলায় ভ্রমণ করতে পারেন, সেজন্য স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে এখন বান্দরবান জেলা প্রশাসনের ওয়েবসাইটে অনলাইনে সব ফরম পূরণ ও ভ্রমণের অনুমতি পাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে
পরবর্তী নিবন্ধমুরগির খামার থেকে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার