পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা ক্রমেই পর্যটন শিল্পের একটি সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই উপজেলায় পাহাড়, সবুজ বনভূমি, ঝরনা ও মেঘে ঢাকা পাহাড়ি পথ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
লামার পর্যটন মানচিত্রে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে মিরিঞ্জা এলাকা ও এর অন্তর্গত জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্যারাডাইজ ভ্যালী। স্থানীয় সূত্রে জানা গেছে, শান্ত পরিবেশ ও নৈসর্গিক দৃশ্যের কারণে মিরিঞ্জা এলাকা পর্যটকদের নিকট দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। উঁচু পাহাড় ও বিস্তৃত সবুজ প্রান্তর এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও অনন্য করে তুলছে।
বিশেষত মিরিঞ্জা ভ্যালি হতে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। শীত মৌসুমে পাহাড়ঘেরা মেঘের আনাগোনা দর্শনার্থীদের জন্য সৃষ্টি করে ভিন্নমাত্রার অভিজ্ঞতা।
মিরিঞ্জা এলাকার অন্যতম আকর্ষণ প্যারাডাইজ ভ্যালী ইতোমধ্যে পর্যটকদের কাছে একটি পরিচিত নাম। নামের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে চারপাশে পাহাড়, ঝরনা ও সবুজ বৃক্ষরাজির সমাহার এই স্থানটিকে দিয়াছে স্বর্গীয় আবহ।
পরিবার-পরিজন, বন্ধু মহল ও প্রকৃতিপ্রেমী ভ্রমণকারীদের জন্য এটি একটি আদর্শ পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। পর্যটকদের বিশ্রামের ব্যবস্থা, মনোরম হাঁটাচলার পরিবেশ ও নান্দনিক ছবি তোলার স্থান এই ভ্যালীর আকর্ষণ আরও বাড়ায়।
স্থানীয় বাসিন্দারা জানান, মিরিঞ্জা ও প্যারাডাইজ ভ্যালীকে কেন্দ্র করে লামায় পর্যটন সংশ্লিষ্ট কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সৃষ্টি হচ্ছে স্থানীয় মানুষের কর্মসংস্থান, বিকশিত হচ্ছে ক্ষুদ্র ব্যবসা, হোমস্টে ব্যবস্থা ও পরিবহন খাত।
সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা গেলে এই অঞ্চল ভবিষ্যতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে। পর্যটন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারি-বেসরকারি উদ্যোগ ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে লামা উপজেলার মিরিঞ্জা এলাকা ও প্যারাডাইজ ভ্যালী দেশের পর্যটন শিল্পে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।












