পর্যটক সেজে কক্সবাজার ভ্রমণ, পেটে ইয়াবা নিয়ে পাচার

৯ ছাত্র গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:৫৫ অপরাহ্ণ

পর্যটক সেজে কক্সবাজার ও টেকনাফ থেকে তারা পেটের ভেতরে করে নিয়ে আসে ইয়াবা, পাচার করে সারা দেশে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) পেটের ভেতরে করে ইয়াবা নিয়ে আসার সময় নয় ছাত্রকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় উদ্ধার করা হয় ২৪ হাজার ইয়াবা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব-১১ এর সদস্যরা। এ সময় একটি বাসে তল্লাশি করে ৯ জনকে আটক করা হয়।

পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে এক্স-রে করার পর প্রত্যেকের পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। এ সময় বিশেষ পদ্ধতিতে পেটের ভেতর থেকে ২৩ হাজার ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘আমির খসরুর বিরুদ্ধে আন্দোলনে উস্কানি অভিযোগ সত্য নয়’ প্রতিবেদনে নারাজি
পরবর্তী নিবন্ধবদলির পর এবার চাকরিচ্যুত দুদকের শরীফ উদ্দিন