আমি প্রথমেই সম্মান জানাচ্ছি জেলা প্রশাসক মহোদয়কে ভ্রমণ পিপাসুদের কথা চিন্তা করে এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। এটি আমাদের জন্য পরম পাওয়া। আমরা সাধারণত লোকাল বাসে বা প্রাইভেট কোনো গাড়িতে চেপে গেলে ধুলোবালি কিংবা গাড়ির জ্যামের কারণে কিংবা অতিরিক্ত গাড়ির জানলা নষ্ট সহ বেশ কিছু সমস্যার কারণে চট্টগ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমরা ভালোভাবে উপভোগ করতে পারি না। সেইক্ষেত্রে এই দূরপাল্লা বাস ছাদ বিহীন দর্শনার্থীদের জন্য করা হয়েছে বলে আমি আবারও শ্রদ্ধা জানাচ্ছি। তবে একটা বিষয় মনের মাঝে সারাক্ষণ নাড়া দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন নিউজ চ্যানেল দেখতে বসি প্রায় সময় একটি সংবাদ বারবার চোখের সামনে আসে সেটা হলো ইট–পাথর নিক্ষেপের ঘটনা। এসব বেশিরভাগ চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনের যাত্রীদের আতংকের মহা কারণ হয়ে দাঁড়িয়েছে। যেখানে এই যে ট্রেন অনিরাপদ সেখানে ছাদ বিহীন বাস পর্যটকদের জন্য কতটা নিরাপদ! তাই আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে চাই বা মাননীয় জেলা প্রশাসকের কাছে অনুরোধ পর্যটকদের নিরাপত্তার জন্য হলেও একবার বিবেচনায় এনে এই ছাদ বিহীন বাসগুলো যেন আয়নার মতো প্লাস্টিক সিট্ দ্বারা ছাদ করা হয় যাতে
রথিন্দ্রজিৎ হিরু
বায়েজিদ,
চট্টগ্রাম।
ভ্রমণপিপাসুরা নিরাপদে উপভোগ করতে পারে।