পর্যটক টানতে বিনামূল্যে বিমানের টিকিট দেবে হংকং

| শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

কোভিডে ক্ষতিগ্রস্ত পর্যটনশিল্পকে আবার আগের অবস্থায় ফেরাতে বিনামূল্যে বিমানের ৫ লাখ টিকিট দেবে বলে জানিয়েছে হংকং। এতে ব্যয় হবে ২০০ কোটি হংকং ডলার। তাছাড়া সামপ্রতি কয়েক সপ্তাহে হংকং পর্যটক টানতে কোভিডকালে জারি করা কিছু বিধিনিষেধ তুলে নিয়েছে। হংকং পর্যটন বোর্ডের নির্বাহী পরিচালক ডেন চেং বলেছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইনস সংস্থাগুলোর সঙ্গে সবকিছু চূড়ান্ত করবে। সরকার একবার ঘোষণা দিলেই আমরা হংকংয়ে আগত ভ্রমণকারীদের ওপর থেকে কোভিডের সব বিধিনিষেধ তুলে নেব। সেইসঙ্গে বিনামূল্যে উড়োজাহাজের টিকিটের জন্য বিজ্ঞাপনী প্রচার চালাব। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধগাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু ভারতীয় কোম্পানির সিরাপ নিয়ে সতর্কতা
পরবর্তী নিবন্ধমুখোমুখি সংঘাতের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া