পর্যটকে জমজমাট কক্সবাজারে ঢুকছে মাদকের বড় চালান

২৩ কেজি গাঁজাসহ দম্পতি আটক

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

করোনা ভীতি থাকলেও শীতের এ মৌসুমে পর্যটকে জমজমাট কক্সবাজার। তাই বেড়েছে মাদকের চাহিদাও। আর এ চাহিদার দিকে লক্ষ্য রেখে শহরে ঢুকছে মাদকের বড় বড় চালান। গতকাল মঙ্গলবার বিকালে বাসযোগে এমনই একটি চালান শহরে প্রবেশের সময় শহরতলীর লিংকরোডে র‌্যাবের অভিযানে ২৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতি ধরা পড়ে। তারা হল কক্সবাজার শহরতলীর কলাতলী ঝরঝরিপাড়ার মৃত মনির আহমদের ছেলে আবুল কাশেম (৩৫) ও তার স্ত্রী রহিমা খাতুন (৩০)। র‌্যাব কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরে গাঁজা সরবরাহ করে আসছিল তারা। চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা আনার পর শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিত তাদের চক্রটি।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড অংশে তল্লাশিকালে মারচা পরিবহনের একটি বাসে করে আসার সময় তাদের এসব গাঁজাসহ আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের কঙবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।
তিনি জানান, এর আগে সোমবার রাতে টেকনাফ থেকে বাসযোগে ৯ হাজার ৭৭৫টি ইয়াবার একটি চালান শহরে প্রবেশের সময় শহরতলীর লিংক রোডে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী ধরা পড়ে। তারা হল উখিয়ার মধুছড়া রোহিঙ্গা ক্যাম্পের নুরুল আমিনের ছেলে আব্দুল হামিদ (২৮) ও পার্বত্য নাইক্ষ্যংছড়ির কম্বনিয়া এলাকার মো. শফিকের ছেলে মো. হোসেন (২৩)।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা ১৫ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধমটর ডাল খালাসে জটিলতা