পর্দায় সৌরভ গাঙ্গুলী হচ্ছেন রণবীর!

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১১:৫৬ পূর্বাহ্ণ

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর জীবন নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। তার বায়োপিকে কাকে দেখা যাবে এটাই এখন বলিউডের অন্যতম আলোচ্য বিষয়। শুরু থেকে শোনা যাচ্ছিল, সৌরভের বায়োপিকে অভিনয় করতে পারেন অভিনেতা ঋত্বিক রোশন। কিন্তু ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, পর্দায় ভারতের অন্যতম এই সেরা অধিনায়ক হয়ে হাজির হবেন রণবীর কাপুর। সৌরভের পছন্দ তালিকাতেও এই অভিনেতা এগিয়ে রয়েছেন। খবর বাংলানিউজের।
সৌরভের বায়োপিকটি প্রযোজনা করছে ভায়াকম প্রোডাকশন। এটি নির্মিত হবে বিগ বাজেটে। অভিষেক টেস্টে সেঞ্চুরি থেকে শুরু করে ন্যাটওয়েস্ট জয়ের পর লর্ডসের গ্যালারিতেই জামা খুলে ওড়ানো-সবই থাকছে সিনেমাটিতে। তবে বায়োপিক সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ সৌরভ। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, এখন কিছু বলব না। আগে চূড়ান্ত হোক, তারপর যা বলার বলব। এর আগে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ধোনির চরিত্রে সুশান্ত সিং রাজপুতকে দেখা গেছে। এছাড়া কপিল দেবের বায়োপিক ’৮৩-এ অভিনয় করছেন রণবীর সিং। এবার সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে অভিনয়ের জন্য রণবীর কাপুরের নামই সবচেয়ে এগিয়ে আছে।

পূর্ববর্তী নিবন্ধঈদে ভিন্ন সাজে ‘আনন্দমেলা’
পরবর্তী নিবন্ধসৃজিতের সিনেমায় গাইলেন সাহানা বাজপেয়ী