পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ৪০ বছর বয়সেও মাঠে ছন্দময় পারফর্ম উপহার দিয়ে চলেছেন। তার পেশাদার ফুটবল ক্যারিয়ার যখন পড়ন্ত বেলায়, তখন ফুটবলের প্রাথমিক যাত্রাটা শুরু করেছে বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। ক্লাবের বয়সভিত্তিক দলের জার্সিতে ইতোমধ্যে নজর কাড়া ১৪ বছরের এই ফুটবলার প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব–১৫ দলে ডাক পেয়েছে। আল–নাসরের বয়সভিত্তিক দলের জার্সিতে সৌদি প্রো লিগে খেলছে ক্রিশ্চিয়ানো জুনিয়রও। একাডেমি পর্যায়ে দৃষ্টিনন্দন পারফরম্যান্সেরই পুরস্কার পেল রোনালদোর ছেলে। প্রথমবার তাকে ডাকা হয়েছে পর্তুগালের অনূর্ধ্ব–১৫ দলের স্কোয়াডে। স্বভাবতই ছেলের গায়ে পর্তুগালের জার্সিতে ছেলেকে খেলতে দেখা রোনালদোর জন্য গর্বের মুহূর্ত। ক্রিশ্চিয়ানো জুনিয়র বয়সভিত্তিক দলে ডাক পেতেই তিনিও ইনস্টাগ্রামে খুশির খবরটি দিয়েছেন এভাবে, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত, ছেলে।’ বাবার মতোই ছেলে রোনালদোও ফরোয়ার্ড হিসেবে খেলতে পছন্দ করে।