পর্তুগালের রাজধানী থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণের নগরী সেতুবালে এক ব্যক্তির গুলিতে তিনজন নিহত হয়েছে। সিএনএন পর্তুগাল জানিয়েছে, হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করেছে। গতকাল রোববারের এ হামলার পর চারটি মৃতদেহ পাওয়ার কথা জানিয়েছেন পিএসপি পুলিশ কমিশনার জোয়াও ফ্রেয়ার। গুলিতেই এই মৃত্যু হয়েছে বলে ধারণা প্রকাশ করেছেন তিনি।
তবে বলেছেন, হামলার কারণ এবং বিস্তারিত এখনও জানা যায়নি। পুলিশের ফৌজদারি মামলা সংস্থা পিজে ঘটনাস্থলে তদন্ত করছিল বলে ফ্রেয়ার জানিয়েছেন।
সিএনএন পর্তুগাল জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে সেতুবালের বেইরো আজুল নামের এক দরিদ্র পাড়ায় গুলির ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে বন্দুকধারী আত্মহত্যা করেন।