প্রথম আলো আয়োজিত আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। আট দলের এই টুর্নামেন্টের প্রথম দিনেই গতকাল চারটি দল পরের রাউন্ডে উন্নীত হয়েছে। দল গুলো হচ্ছে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি, সাদার্ন ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আজ শনিবার সকালে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি মুখোমুখি হবে। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চুয়েট এবং সাদার্ন ইউনিভার্সিটি। দুই ম্যাচের বিজয়ী দল ঢাকায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। করবে। গতকাল দিনের প্রথম ম্যাচে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ৪–১ গোলে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আরমান দুটি এবং একটি করে গোল করেন সাজ্জাদ ও সিরাজুল। ক্রিয়েটিভের পক্ষে একটি গোল পরিশোধ করেন মং মং মারমা। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের আরমান। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ–সভাপতি আলী আব্বাস। দিনের দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি ১–০ গোলে পরাজিত করে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়কে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন ওহিদুল ইসলাম। ম্যাচ সেরাও হয়েছেন বিজয়ী দলের নোমান উদ্দিন। তার হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম। দিনের তৃতীয় ম্যাচে সাদার্ন ইউনিভার্সিটি ৫–০ গোলের বিশাল ব্যবধানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে । বিজয়ী দলের পক্ষে একাই চারটি গোল করেন ফাহিম। সে সুবাদে ম্যাচ সেরাও হয়েছেন তিনি। অপর গোলটি করেন সঞ্জয়। ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন সিজেকেএসের ভারপ্রাপ্ত ফুটবল সম্পাদক মো. আখতারুজ্জামান। দিনের শেষ ম্যাচে চুয়েট ৪–০ গোলে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। দলের পক্ষে রাকিব দুটি, ইসমাইল কবির এবং ওমর আবির একটি করে গোল করেন। ম্যাচ সেরা হন ইসমাইল কবির। তার হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান। এর আগে শুক্রবার সকালে সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলি আব্বাস, ইস্পাহানী গ্রুপের মহা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিত চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস সহ সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহি সদস্য আবুল হাশেম, মোহাম্মদ ইউসুফ, হাসান মুরা্দ বিপ্লব, ভারপ্রাপ্ত ফুটবল সম্পাদক আখতারুজ্জামান, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত পাবলু, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর আলি হাসান রাজু, সাইফুল আলম খান, কাজি জসিম উদ্দিন, রায়হান উদ্দিন রুবেল, আবু জাহেদ, আবদুল্লাহ আল মামুন।












