পরের ম্যাচেই একাদশে জায়গা হারালেন সাকিব

| বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের আইএল টিটোয়েন্টিতে অভিষেকের পরের ম্যাচেই একাদশে জায়গা হারালেন সাকিব আল হাসান। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে অভিজ্ঞ অলরাউন্ডারকে ছাড়া খেলছে এমআই এমিরেটস। গত রোববার শারজাহ ওয়ারিয়র্জের বিপক্ষে জয়ের ম্যাচের একাদশ থেকে আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকিকেও বাদ দিয়েছে এমআই এমিরেটস। সাকিব ও ফারুকির জায়গায় এসেছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খান ও ইংলিশ অভিজ্ঞ পেসার ক্রিস ওকস। প্রতিযোগিতাটিতে নিজের প্রথম ম্যাচে ভালো করতে পারেননি সাকিব। শারজাহর বিপক্ষে ২ চারে ১২ বলে ১৬ রান করার পর উঠে যান তিনি। তাতে সুদীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো রিটায়ার্ড আউটের স্বাদ পান ৩৮ বছর বয়সী ক্রিকেটার। পরে বল হাতেও দলে কার্যকর ভূমিকা রাখতে পারেননি সাকিব। ২ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। ম্যাচটিতে ৮ উইকেটে ১৮৫ রান করে ৪ রানের জয় তুলে নেয় এমআই এমিরেটস। আসরে দুই ম্যাচে যা তাদের প্রথম জয়।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরেই শুরু হবে নারী প্রিমিয়ার ফুটবল লিগ
পরবর্তী নিবন্ধফেডারেশন কাপে ব্রাদার্সের কাছে হারলো আবাহনী