পরের ক্ষতি করলে নিজেরও ক্ষতি সাধিত হবে

বোয়ালখালীতে ডিআইজি হারুন উর রশীদ

| শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ইন্টলিজেন্স হারুন উর রশিদ হাযারী বলেছেন, পরের ক্ষতি করলে নিজেরও ক্ষতি সাধিত হবে। তাই পরের ক্ষতির চিন্তা না করে পরের উন্নয়নে কাজ করুন, দেখবেন আত্মোন্নয়নও হয়ে যাবে। তিনি গত বুধবার বিকালে বোয়ালখালী পৌরসভাধীন আরাকান সড়কের পশ্চিম পাশে পশ্চিম গোমদন্ডী এলাকায় প্রতিষ্ঠিত এন মোহাম্মদ ইন্ডাস্ট্রি পরিদর্শন করতে গিয়ে উল্লেখিত কথাগুলো বলেন। তিনি আরো বলেনএকটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে অনেক কষ্ট, বোয়ালখালীতে এন মোহাম্মদ ইন্ডাস্ট্রি গড়ে তুলে এ এলাকার ভাগোন্নয়ন করা হয়েছে। তাই এলাকাবাসীশ্রমিককর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানকে ঠিকিয়ে রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেনইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ৩ চট্টগ্রাম এর এসপি আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইদুর রহমান, এসএসপি আরাফাতুন নুর বাঁধন, এএসপি মোঃ বাঁচামিয়া, ইন্সপেক্টর মো: সিরাদৌল্লাহ, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান, এন মোহাম্মদ ইন্ডাস্ট্রির পক্ষে সিএফও মো: ফরমাল তৈয়ব, সিবিও মোস্তাক চৌধুরী, এজিএম আবু আলম ডিজিএম তোফাইল আহমেদ, ডিজিএম কবির আহমেদ, ডিজিএম আতিকুর রহমান সুমন, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি অধীর বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
পরবর্তী নিবন্ধপিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে