পরীর পাহাড়ে গতকাল সোমবার রাত ৭টায় একটি স্ট্রিট লাইটও জ্বলছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা চট্টগ্রামের পরীর পাহাড়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, আদালত, আইনজীবী ভবনসহ পরীর পাহাড় থেকেই কার্যতঃ পরিচালিত হয় চট্টগ্রাম। অথচ এই পাহাড়ে ওঠা এবং নামার রাস্তাটিতে গতরাত ৭টায় একটিও স্ট্রিট লাইট জ্বলছিল না বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। ভবনগুলোর বারান্দার লাইট থাকলেও স্ট্রিট লাইট বন্ধ থাকায় এলাকাটি অন্ধকারে ডুবে ছিল।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাতি পরিদর্শক মনোয়ার খান গতরাত সাড়ে ৮টার দিকে আজাদীকে বলেন, এখন পর্যন্ত লাইট না জ্বলার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পুরো কোর্ট বিল্ডিং এলাকায় ৬০টির মত এলইডি বাতি আছে। সেগুলো অটো জ্বলে।
রাত পৌনে ১০টায় তিনি জানান, আমি কর্মীদের নিয়ে সেখানে দেখে এসেছি, কিন্তু কোনো সমস্যা পাওয়া যায়নি। সব লাইট ঠিকভাবে জ্বলছিল।











