পরীমনির শুটিং প্যাকআপ

| সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

লকডাউন ঘোষণার পর থেকে নাটক-সিনেমার শুটিং চলা না চলা নিয়ে দ্বিধাবিভক্ত সংশ্লিষ্টরা। সংগঠনগুলোর বক্তব্যেও বেশ ঢিলেঢালা ভাব। বিষয়টি এমন দাঁড়ালো, কেউ চাইলে শুটিং করতে পারেন। না চাইলেও পারেন! তবে যা করবেন স্বাস্থ্যবিধি মেনেই করবেন। এমন সিদ্ধান্তহীন পরিস্থিতিতে লকডাউন সিদ্ধান্তকে স্বাগত জানালো পরীমনি ও তার ‘মুখোশ’ টিম। ঘোষণা এলো, চলমান শুটিং প্যাকআপের। ইফতেখার শুভ পরিচালিত সরকারি অনুদান পাওয়া এই ছবির কাজ চলছিলো দ্রুতলয়ে। সমপ্রতি বইমেলা, পদ্মারচর, এফডিসি হয়ে দেশের বিভিন্ন লোকেশনে চলছিলো ছবির শুটিং। যা স্থগিত করা হলো শনিবার বিএফডিসিতে শুটিংয়ের মধ্য দিয়ে। নির্মাতা ইফতেখার শুভ বলেন, সরকার ঘোষিত লকডাউনের কারণে শুটিং স্থগিত করেছি আমরা। লকডাউন শিথিল হলে রোজার ঈদের পর বাকি শুটিং সম্পন্ন করবো। আমাদের মূলত অল্প ক’টি দৃশ্য আর গানের শুটিং বাকি আছে। এক সপ্তাহ সময় পেলে এটিও শেষ করতে পারতাম। কারণ, খুব গতি নিয়ে আমরা এবারের কাজটি করছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গতকাল রাতে সবাই মিলে প্যাকআপের সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আগে বাঁচা জরুরি। সামপ্রতিক শুটিংয়ে নির্মাতা, নায়ক ও নায়িকা ‘মুখোশ’-এ পরীর বিপরীতে আছেন রোশান। আরও অভিনয় করছেন মোশাররফ করিম, ইরেশ যাকের, প্রাণ রায়, অলংকার, ইলিনা শাম্মী, তারেক স্বপন প্রমুখ। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানের ছবি ‘মুখোশ’ পরিচালনার পাশাপাশি এটির গল্প-চিত্রনাট্য ও প্রযোজনা করছেন ইফতেখার শুভ নিজেই। ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে কোরবানির ঈদে।

পূর্ববর্তী নিবন্ধকরোনা উপসর্গ নিয়ে হাসপাতালে হাবিব
পরবর্তী নিবন্ধসজল-তিশার চমক