পরীমনির মামলা গেল জজ আদালতে

| বৃহস্পতিবার , ১৪ অক্টোবর, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদক আইনের মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ পরীমনিসহ তিন আসামির উপস্থিতিতে এ মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য ২৬ অক্টোবর তারিখ রেখেছন। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত থেকে গতকাল বুধবার মামলার নথিপত্র মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর পর বিচারক এ আদেশ দেন। খবর বিডিনিউজের।
এর আগে গত ১০ অক্টোবর ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদারের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। বিচারক সেদিন পরীমনির স্থায়ী জামিনের আদেশ মঞ্জুর করেন। এ মামলার অভিযোগপত্রভুক্ত অপর দুই আসামি কবীর হোসেন ও আশরাফুল ইসলাম দিপুও জামিনে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ
পরবর্তী নিবন্ধগৃহবধূকে ছুরিকাঘাত করে মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনতাই