পরীমনির বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১০ অক্টোবরের মধ্যে দেওয়ার নির্দেশ

আজাদী অনলাইন | বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৩২ অপরাহ্ণ

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদক মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ অক্টোবরের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে পুলিশ কর্তৃক জব্দকৃত পরীমনির গাড়ি ও অন্যান্য জিনিসপত্র দ্রুত ফেরত দেওয়া যায় কিনা, সে বিষয়ে প্রতিবেদন জমাদানের জন্য পুলিশের তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশও দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার মামলার শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, পরীমনি আদালতে উপস্থিত হয়ে তার জব্দকৃত গাড়ি ও অন্যান্য জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন।

গত ৩১ আগস্ট পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।

গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র‍্যাব। এই মামলায় পরীমনিকে প্রথমে চার দিন, দ্বিতীয় দফায় দুদিন, তৃতীয় দফায় এক দিনসহ মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ১১ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার আওয়ামী লীগের
পরবর্তী নিবন্ধকরোনায় দেশে ২৪ ঘণ্টায় ৫১ মৃত্যু