পরীমনির জামিনের মেয়াদ বাড়তে পারে

আদালতে যাবেন আজ

| রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

জামিনের মেয়াদ বাড়াতে আজ রোববার আবার আদালতে যাওয়ার কথা রয়েছে চিত্রনায়িকা পরীমনির। ঢাকার বনানী থানায় দায়ের করা মাদক মামলায় এ চিত্রনায়িকা অভিযোগপত্র জমা দেওয়ার দিন পর্যন্ত জামিন পেয়েছিলেন। গত ৪ অক্টোবর সিআইডি পুলিশ পরীমনিসহ তিন জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেওয়ার পর রোববার মামলাটির তারিখ ধার্য রয়েছে। খবর বিডিনিউজের।
এজন্য ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন অথবা মেয়াদ বাড়ানোর আবেদন করা হবে বলে জানিয়েছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। তিনি জানান, রোববার ধার্য তারিখে সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টা নাগাদ আদালতে এসে হাজির হবেন পরীমনি। তিনি এ মামলায় চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত জামিন পান। সে হিসাবে জামিনের মেয়াদ শেষ হবে রোববার। আশা করছি, তিনি আবারও জামিন পাবেন। কারণ তার শুটিং শুরু হয়েছে। বিষয়টি আদালত বিবেচনায় নিয়ে জামিন বর্ধিত করে আদেশ দেবেন বলে প্রত্যাশা। তাছাড়া তিনি জামিনে বেরিয়ে কোনো প্রকার জামিনের শর্ত ভঙ্গ করেননি। আগামীতেও করবেন না বলে আশা রাখছি।
গত ৪ আগস্ট বিকালে বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করার পর তাকে গ্রেপ্তার করা হয়। মাদকের মামলায় পরীমনিকে ৫ অগাস্ট চার দিন এবং ১০ অগাস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ অগাস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২১ অগাস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরদিন তিনি কারামুক্ত হন।
এদিকে গত ৪ অক্টোবর মাদক মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখায় অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে নাম থাকা অপর দুই আসামি হলেন- পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও পরীমনির খালু মো.কবীর হাওলাদার।

পূর্ববর্তী নিবন্ধগেট ও জেনারেটর দেখতে দুই দেশে যাচ্ছে সিডিএর টিম
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে কয়েকদিনের মধ্যে আসতে পারে ফাইজারের টিকা