পরীক্ষার হলে শিক্ষকদের জন্য শিক্ষার্থীরা অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। পরীক্ষা শুরু হতে না হতে দায়িত্বরত শিক্ষকদের অযাচিত কর্মকাণ্ড শুরু হয়। পরীক্ষা চলাকালীন তারা কখনো ফেসবুক ব্রাউজিং করেন, কখনো ইউটিউব। আর সে সব মাধ্যমের কোনো বার্তা দেখে অনেক সময় তারা অট্টহাসি হাসেন, কখনো বা এসব বিষয় নিয়ে তারা উচ্চবাক্যে কথা বলে থাকেন। পাশে পরীক্ষারত শিক্ষার্থীদের কোনো অসুবিধা হচ্ছে কি না তারা সে বিষয়ে ভাবা প্রয়োজনীয় বলে মনে করেন না। অনেক সময় মিনিটের পর মিনিট তাদের মোবাইলে বার্তা আসতে থাকে। এসব বার্তার কারণে কিছুক্ষণ পর পরই মোবাইলে টংটং আওয়াজ হয়। আবার অনেক সময় দেখা যায় অনেক শিক্ষক পরীক্ষার হলে এসে তার পারিবারিক গালগল্পে মজে থাকেন। পরীক্ষা চলাকালীন পরীক্ষার বিষয়বস্তু ব্যতীত অন্যকোনও বিষয়ে আলাপ আলোচনা পুরোপুরি অযৌক্তিক ও অযাচিত। এ সমস্ত কর্মকাণ্ডের জন্য পরীক্ষার্থীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্যার সম্মুখীন হয়, যদিও সম্মানের স্বার্থে তারা চুপ থাকে। তাই পরীক্ষার হলে এ সমস্ত অযাচিত ও অযৌক্তিক কর্মকাণ্ডের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং যথাসম্ভব পরীক্ষার হলে মোবাইল ও অন্যান্য ডিভাইস নিষিদ্ধ করতে হবে। সর্বোপরি পরীক্ষার হলে পরীক্ষা সংক্রান্ত বিষয় ব্যতীত যাবতীয় কর্মকাণ্ডের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আরিফুল কাদের
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ।