পরিশ্রমের ফল হাতে পেয়ে খুশি সিরিজ সেরা তাসকিন

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছিলেন তাসকিন। কিন্তু দল গিয়েছিল হেরে। দ্বিতীয়টিতে দল জিতেছে, তাসকিন আহমেদও ভালো করেছেন; শেষে যোগ হয়েছে প্রাপ্তিও। ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জিতেছে বাংলাদেশ, এই ফরম্যাটে প্রথমবার সিরিজসেরা হয়েছেন তাসকিন। এর আগে টিটোয়েন্টিতে দুবার ও ওয়ানডেতে একবার সিরিজ সেরা হন এই পেসার। তবে টেস্টে হলেন প্রথমবার। প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট পান তাসকিন, সবমিলিয়ে ছিল ৮ উইকেট। আর দ্বিতীয় ম্যাচে তিন উইকেট। এমন পারফরম্যান্সের পর সিরিজ সেরা হয়ে উচ্ছ্বসিত তাসকিন। তিনি বলেন, ‘এটা অনেক বড় অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। ওদের কন্ডিশনে অনেক বড় বড় দল ভোগান্তিতে পড়ে। আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানে সিরিজ জয়ের পর কয়েকটি সিরিজ হেরে যাওয়াতে আমরা মানসিকভাবে দমে গিয়েছিলাম। তবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি।’ চোটের কারণে তাসকিনের টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে এমন খবর ছিল। তবে কঠোর পরিশ্রম করে ফিরে এসেছেন তিনি। এখন হলেন সিরিজ সেরাও। এ নিয়ে স্বস্তির কথাই শোনালেন তাসকিন। তিনি বলেন, ‘আশা করি, আরও অনেক হবে। কাঁধের সমস্যা কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফেরার অনেক চেষ্টা করছিলাম। এখন আগের চেয়ে ভালো আছে (অবস্থা)। আশা করছি এমন আরও অর্জন হবে সামনে। আমি খুবই খুশি। যদিও কাজটা সহজ ছিল না। কাঁধের অবস্থা বাজে ছিল। স্রষ্টার কৃপায় এখন টেস্ট ক্রিকেটে ফিরেছি। অনেক কষ্ট করতে হয়েছে। সেটি এখন ফলপ্রসূ হতে শুরু করেছে। ’

পূর্ববর্তী নিবন্ধযুব এশিয়া কাপে চীনকে হারিয়ে পঞ্চম স্থান পেল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমিরাজের নেতৃত্বের প্রশংসায় হেড কোচ