বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের আজীবন সদস্য পরিমল ঘোষ (৬২) গতকাল রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান তিনি। তার মৃত্যুতে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদার ও মহাসচিব এডভোকেট নিতাই প্রসাদ ঘোষসহ সকল কর্মকর্তা ও কর্মচারীগণ শোক জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।