চট্টগ্রাম জেলা পরিষদকে দেড় হাজার গাছের চারা হস্তান্তর করেছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নূরীর হাতে চারাগুলো তুলে দেন ডায়মন্ড সিমেন্টের উপ–ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী।
গত ১৮ আগস্ট জেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নূরী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ–ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, ডায়মন্ড সিমেন্টের জিএম (সেলস) আব্দুর রহিম।এসময় প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নুরী তার বক্তব্যে বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা যেমন ব্যাপক ও সুদূরপ্রসারী তেমনি অর্থনৈতিক উন্নয়নেও এর গুরুত্ব অপরিসীম। তাই সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। তিনি ডায়মন্ড সিমেন্টের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
লায়ন হাকিম আলী তার বক্তব্যে বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও দুর্যোগ মোকাবেলায় সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রক্ষণাবেক্ষণও করতে হবে। বৃক্ষ রোপণের মাধ্যমে দেশকে সবুজায়ন করতে হবে। এতে শুধু নান্দনিক দৃশ্য দেখাবে না পাশাপাশি দূষণমুক্ত হবে পরিবেশও।উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডিজিএম মোহাম্মদ কামরুজ্জামান, এজিএম দীপ্তিমান দাশ, মো. আমান উল্লাহ, সিনিয়র ম্যানেজার ইশতিয়াক রায়হান মাহমুদ, আবদুল মোতালেব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।