পরিবেশ সুরক্ষায় নাগরিক সচেতনতার বিকল্প নেই

পমার মতবিনিময় সভায় বক্তারা

| শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

নগরীর পূর্ব বাকলিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরিবেশ ও মানবাধিকার আন্দোলন-পমা আয়োজিত ‘প্রাণ-প্রকৃত ও পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক অতি নিবিড়। কারণ প্রকৃতির কোলেই মানুষের বসবাস। তাই প্রকৃতির ক্ষতি হলে মানুষেরও ক্ষতি হয়। কিন্তু আমরা আজ নানাভাবেই প্রকৃতির ক্ষতি করে চলেছি। আজ প্রাকৃতিক পরিবেশ ভয়াবহ দূষণের শিকার। তাই সময় থাকতেই পরিবেশ সুরক্ষায় সম্মিলিত প্রচষ্টা গ্রহণ করতে হবে। পরিবেশ দূষণ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো গেলে, আইনের যথাযথ প্রয়োগ হলে এবং সকলেই যার যার অবস্থান থেকে পরিবেশ দূষণ প্রতিরোধে কাজ করলে একটি বাসযোগ্য পৃথিবীর জন্যে পরিবেশের সুরক্ষা সম্ভব হবে। আর এক্ষেত্রে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গত ২২ আগস্ট অধ্যক্ষ মো. আবু তালেব বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পমা’র চেয়ারপারসন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নির্বাহী সভাপতি প্রাবন্ধিক-গবেষক আমিনুর রশীদ কাদেরী। সহকারী শিক্ষক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলামিস্ট মুহাম্মদ মুসা খান, প্রাণ-প্রকৃতি সম্পাদক শারূদ নিজাম, নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিন এবং সমাজসেবী মো. রুহুল আমিন রবিন। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা তাহমিনা চৌধুরী, সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা কাজী নুরুল ইসলাম হাশেমী, লিপি বড়ুয়া ও আবদুল হান্নান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন মিশকাতুন্নেসা মাহিন এবং মেহরুবা বিনতে আফরাহ। পবিত্র কোরান থেকে তেলাওয়াত এবং শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৃজনশীল কর্মকাণ্ডকে এগিয়ে নেয়ার লক্ষ্যে চট্টগ্রাম একাডেমির ভূমিকা অপরিসীম
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আলীপুর যুব উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি