পরিবেশ রক্ষায় কক্সবাজার সৈকতে পদযাত্রা

| রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

কর্ণফুলী ফিশ মিল লিমিটেড (কেএফএল) ও প্রকল্প সোনাপাহাড়ের উদ্যোগে কক্সবাজার কলাতলী সৈকত মোড় থেকে সুগন্ধা সৈকত পর্যন্ত ‘সুনীল জল নির্মল বায়ু, সবুজ প্রকৃতি নিরোগ পরমায়ু’ শীর্ষক পরিবেশ রক্ষায় সচেতনতামূলক পদযাত্রা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে কেএফএল ও সোনাপাহাড়ের কর্মকর্তাকর্মচারীবৃন্দ এবং কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। শতাধিক অংশগ্রহণকারী সৈকতে আসা পর্যটকদের মাঝে পরিবেশ সংরক্ষণের নির্দেশনা সম্বলিত প্রচারপত্র বিলি করেন। তারা নানা প্লেকার্ডের মাধ্যমে কেন সৈকত ও সমুদ্রের পরিবেশ রক্ষা করা উচিত সেই বার্তা দেন।

পদযাত্রায় অংশ নেন কেএফএলের চেয়ারম্যান নাসরাত আলী খান, ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন, পরামর্শক মাহবুব আলম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শোয়েব ফারুকী, ব্যবসায়ী ফরিদ আহম্মদ, কেএফএলের ব্যবস্থাপক (অপারেশন) পুলক পাল ও প্রশাসনিক নির্বাহী সালসাবীল রাবেয়া। পদযাত্রা শেষে কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা কাজী সেলিম উল্ল্যাহ
পরবর্তী নিবন্ধ‘আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ পরিবর্তন করতে হবে ’