পরিবেশ বান্ধব দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) আওতায় পরিবেশ বান্ধব দুগ্ধ খামারের মাধ্যমে ক্ষুদ্র উদ্যেক্তাদের আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ে স্থানীয় ডেইরী খামারীদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার উপজেলা মিলনায়তনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ও ইন্টিগ্রেটেট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ। আইডিএফ-এসএপি ভেটেরিনারি কর্মকর্তা ডা. শাহেদা বানুর স্বাগত বক্তব্যের পর পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম এবং ভূমিকা নিয়ে আলোচনা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নুর হাসান সজীব, প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যক্রম এবং ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম এবং ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান। পরে আইডিএল-এসইপির পরিবেশ কর্মকর্তা অহিদুল আলমের সমাপনী বক্তব্য ও নেভী হারুনসহ বিভিন্ন খামারীদের বক্তব্যের মধ্যদিয়ে কর্মশালা সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধবেগম রিজিয়া সিরাজ
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ডায়াবেটিস দিবসের র‌্যালি