পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়নই কাম্য নয়

নাগরিক সমাজের সমাবেশে বক্তারা

| মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মানুষকে রক্তচক্ষু দেখিয়ে লাভ হবে না। সিআরবি বাঁচাও আন্দোলনেও জিতবে চট্টগ্রামের মানুষ। কারণ সিআরবি চট্টগ্রামবাসীর ফুসফুস। এ ফুসফুসকে ধ্বংস করে হাসপাতাল নির্মাণ করতে দেবো না আমরা।
সিআরবি এলাকা হলো চট্টগ্রামের প্রাকৃতিক অক্সিজেনের অন্যতম ক্ষেত্র। এতে হাসপাতাল কিংবা অন্য কোন স্থাপনা করলে এর পরিবেশ প্রকৃতি নষ্ট হবে এবং এর প্রভাব চট্টগ্রাম মহানগরের ৭০ লক্ষ মানুষকে ভোগ করতে হবে। এ দাবি আদায়ে আমরা বদ্ধ পরিকর। এ লক্ষ্যে আমরা অবিচল।
গতকাল সোমবার নাগরিক সমাজ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ধারাবাহিক অবস্থান কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা ড. ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, কবি হোসেন, আ.ফ.ম মোদাচ্ছের আলী, মোরশেদ আলম চৌধুরী, মাঈন উদ্দিন কোহেল, ঋত্বিক নয়ন, দিলরুবা খানম, সাবের আহমেদ, তাপস দে, মোরশেদ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫ জন
পরবর্তী নিবন্ধশোভা রাণী চৌধুরী