পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে

পরিবেশ আন্দোলনের সেমিনারে বক্তারা

| রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রামের উদ্যোগে ‘সামপ্রতিক পরিবেশ বিপর্যয় ও করণীয় : প্রেক্ষিত চট্টগ্রাম’ শীর্ষক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বলেন, সরকার ও চট্টগ্রামের অবস্থিত সকল সংস্থা, কর্তৃপক্ষ যদি পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দানের ব্যবস্থা না করেন এবং পরিবেশ বিপর্যয় ঠেকাতে করণীয় পদক্ষেপ না নেন তাহলে চট্টগ্রাম নামক এই অঞ্চলের কোনো অস্তিত্ব থাকবে না।

এতে সভাপতিত্ব করেন প্রফেসর মু. সিকান্দার খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর নুর মো. তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. নজরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) এর বৈশ্বিক সমন্বয়ক প্রফেসর ড. মো. খালেকুজ্জামান, বাপা সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। সেমিনারে টেকসই পরিবেশ বান্ধব নগরায়নে গুণমান সম্পন্ন প্রতিষ্ঠানের বিকল্প নেই শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নগর চিন্তাবিদ প্রকৌশলি সুভাষ চন্দ্র বড়ুয়া। নির্ধারিত আলোচক ছিলেন স্থপতি জেরিনা হোসেন। সেমিনারে পাহাড় নিধন, বন উজাড় ও বনভূমি জবরদখলে পরিবেশ বিপর্যয় ও করণীয় শীর্ষক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চবি বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর (অব.) . মোহাম্মদ কামাল হোসাইন। নির্ধারিত আলোচক ছিলেন প্রফেসর ড. মোশারফ হোসাইন।

দখলদূষণে চট্টগ্রামের নদী : জলাবদ্ধতায় প্রভাব শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চবি প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। নির্ধারিত আলোচক ছিলেন প্রফেসর ড. শফিক হায়দার চৌধুরী। আয়ুষ্মান জীবন : বায়ু দূষণের প্রভাব শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি স্কুল অব ল’, সিইউই মো. জাফর আলম। নির্ধারিত আলোচক ছিলেন প্রফেসর ড. মো. ইদ্রিস আলী। জলাবদ্ধতার প্রকৃতি, কারণ ও প্রভাব বিশ্লেষণ : প্রেক্ষিত চট্টগ্রাম শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. ইকবাল সরোয়ার। নির্ধারিত আলোচক ছিলেন প্রফেসর ড. অলক পাল। নির্ধারিত আলোচকবৃন্দ ছাড়াও উপস্থিত পরিবেশবাদি সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। সেমিনারের জানানো হয় আজ রবিবার সংগঠনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস.রহমান হলে ‘সামপ্রতিক পরিবেশ বিপর্যয় ও করণীয় : প্রেক্ষিত চট্টগ্রাম’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সভাপতির বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ইলিশ ধরা বন্ধে জনসচেতনতা সভা
পরবর্তী নিবন্ধআল্ল্ল্লামা সৈয়্যদ তাহের শাহ চট্টগ্রাম ত্যাগ করবেন কাল