‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হয় সকলে’– এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কেএসআরএম–এর পৃষ্ঠপোষকতায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহযোগিতায় দৃষ্টি আয়োজন করে বিতর্ক প্রতিযোগিতার। কেএসআরএম–পরিবেশ অধিদপ্তর–দৃষ্টি উপলক্ষ্যে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার। বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (গবেষণা) অধ্যাপক নাসিম ফারহানা শিরিন। অনুষ্ঠানে অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের উপ পরিচালক মোহাম্মদ কামরুল হাসান ও কেএসআরএম–এর ম্যানেজার (ভ্যাট) মোহাম্মদ হাবিবুর রহমান খান। দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, সহ সভাপতি শহিদুল ইসলাম, মুজিবুর রহমান মনি, সাবের শাহ, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না, যুগ্ম সম্পাদক রিদোয়ান আলম আদনান, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার ও বিতর্ক সম্পাদক হোসাইন সামী। পরিবেশ দিবস আন্তঃক্লাব এই প্রতিযোগিতা উদ্বোধন করতে গিয়ে অধ্যাপক নাসিম ফারহানা শিরিন বলেন, প্লাস্টিক এমন একটা উপাদান যা তিলে তিলে আমাদের পরিবেশকে নষ্ট করে চলেছে। আমাদেরকে এরকম দ্রব্য যা পরিবেশকে ক্ষতি করছে তাদের ব্যবহার কমাতে হবে এবং উৎপাদন কমাতে হবে। সাথে যে সকল পণ্য পুনঃব্যবহারযোগ্য তাদের উৎপাদন বাড়াতে হবে। তিনি আরো বলেন, দৃষ্টি চট্টগ্রাম নিজেই একটি প্রতিষ্ঠান। তরুণদের সমপৃক্ত করতে সমর্থ এমন আয়োজন দৃষ্টি যেভাবে করতে পারে, চট্টগ্রামে এই ধরনের আয়োজনের জন্য এই প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। কেএসআরএম–এর ম্যানেজার (ভ্যাট) হাবিবুর রহমান খান বলেন, আমাদের এই পৃথিবী একমাত্র গ্রহ যেখানে বেঁচে থাকার প্রয়োজনীয় সব উপাদান আছে। কিন্তু আমরা মানুষরাই এই পৃথিবীকে বসবাস অনুপযোগী করে তুলেছি। তাই তোমরা যারা তরুণ আছো, তোমাদের প্রতি আহ্বান, তোমরা আরও সচেতন হও তোমাদের জীবনযাত্রা নিয়ে। কারণ ব্যবহার ও অভ্যাসের নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের পরিবেশকে রক্ষা করা সম্ভব।
২ দিন ব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট, চুয়েট ডিবেটিং সোসাইটি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেট ক্লাব, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ফার্মা ডিবেট ক্লাব, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেট ক্লাব, মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডিবেট ক্লাব, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটারস কমিউনিটি ও ডিবেটারস অব চিটাগং ইউনিভার্সিটি। প্রেস বিজ্ঞপ্তি।