পরিবেশ ছাড়পত্র না নেয়ায় লাখ টাকা জরিমানা

অননুমোদিত স্থানে জাহাজ মেরামত ও অনুমতি না নিয়ে কাঠের নৌকা তৈরি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

ডক ইয়ার্ডের বাইরে অননুমোদিত স্থানে জাহাজ মেরামত ও পরিবেশ ছাড়পত্র না নিয়ে কাঠের নৌকা তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার নগরীর খুলশী পরিবেশ ভবনে এক শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী এ আদেশ দেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নগরীর পতেঙ্গা থানার বিজয়নগর ঘাট এলাকায় কর্ণফুলী নদী ঘেঁষে খালি জায়গায় পরিবেশ ছাড়পত্র না নিয়ে কাঠের ফিশিং ট্রলার তৈরি করছিলেন তবারক আলী নামের এক ব্যক্তি। পাশাপাশি নির্দিষ্ট ডক ইয়ার্ডের বাইরে নিষিদ্ধ এলাকায় পরিবেশ ছাড়পত্র ছাড়াই মেরামত করা হচ্ছিল এমবি মাছরাঙ্গা নামের একটি ভলগেট (বাল্কহেড)। রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে গত ১১ জানুয়ারি ওই এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল মনছুর মোল্লা পরিদর্শন শেষে দুইজনকে নোটিশ দেন।
আবুল মনছুর মোল্লা বলেন, ‘কর্ণফুলী নদীর তীরে কোন প্রকার পরিবেশ ছাড়পত্র কিংবা পূর্বানুমতি ছাড়াই কাঠের নৌকা বানানো হচ্ছিল এবং কয়েকটি ভলগেট মেরামত করা হচ্ছিল। আমরা চারজনকে নোটিশ দিয়েছিলাম। বৃহস্পতিবার দুইজন শুনানিতে হাজির হয়েছিল।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী দৈনিক আজাদীকে বলেন, ‘ নৌকা, ছোট বড় জাহাজ বানানো কিংবা মেরামতের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগে। আবার জাহাজ তৈরি ও মেরামতের জন্য অনুমোদিত নির্ধারিত ডকইয়ার্ড রয়েছে। ডকইয়ার্ডের বাইরে জাহাজ বানানো ও মেরামত করা আইনত নিষিদ্ধ। তাই পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের কারণে পরিবেশ সংরক্ষণ আইনে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়া হয়। ৭ কর্মদিবসের মধ্যে ক্ষতিপূরণের টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান সস্ত্রীক করোনা আক্রান্ত
পরবর্তী নিবন্ধদীঘিনালায় ট্রাক্টর চাপায় শিক্ষার্থী, ভূজপুরে বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু