পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটাকে ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসায় সহযোগিতা করার অপরাধে বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে তাকে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন। একইসাথে পরিবেশ ছাড়পত্র না নিয়ে ব্যবসা পরিচালনা করায় মেসার্স সাদাত ব্রিকস ম্যানুফ্যাকচার্স নামের ওই ইটভাটাকেও দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন তিনি।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র না নিয়ে বাঁশখালীর পুকুরিয়ায় ইটভাটার কার্যক্রম চালাচ্ছিল মেসার্স সাদাত ব্রিকস ম্যানুফ্যাকচার্স। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ২০১৮ সালে ওই ইটভাটাকে ট্রেড লাইসেন্স দিয়ে সহযোগিতা করেছেন। যে কারণে ইটভাটাটিকে দুই লাখ টাকা এবং ট্রেড লাইসেন্স দিয়ে সহযোগিতা করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে পৃথক শুনানিতে ছাড়পত্র না নেওয়ায় চট্টগ্রাম মৎস্য বন্দরের মাল্টি চ্যানেল স্লিপওয়েকে এক লাখ টাকা, শর্তভঙ্গের দায়ে সীতাকুণ্ডের মেহরীন শিপ রিসাক্লিংকে ৫০ হাজার টাকা, কঙবাবাজারের রামুতে পাহাড় কর্তনের অপরাধে খালেদা ইয়াছমিন গংকে দুই লাখ টাকা, বান্দরবানের লামায় বালু উত্তোলনের অপরাধে আবদুল হামিদ গংকে এক লাখ টাকা, ছাড়পত্র বিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শহীদ এলপিজি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা, শর্তভঙ্গের দায়ে নোয়াখালী সদরের নিহা ব্রিকস ম্যানুফ্যাকচার্সকে ৫ হাজার টাকা, ফেনীর বেঙ্গল রাবার ইন্ডাস্ট্রিজকে ২০ হাজার টাকা, হাটহাজারীর গ্লোবাল টেকনোলজিকে ১০ হাজার টাকা, বোয়ালখালীর নবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, ফেনী সদরের চাঁদ ওয়েল মিলকে ১ হাজার টাকা, চাঁদপুর সদরের তফাদার অটোরাইস মিলকে ১০ হাজার টাকা, নোয়াখালীর মা অটো রাইস মিল, প্রভিটা ব্রিডার্স লিমিটেড এবং গোল্ডেন ফুডকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।