পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে

পমার প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে মুনীর চৌধুরী

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই শহীদ স্মৃতি মিলনায়তনে পরিবেশ মানবাধিকার আন্দোলনপমার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও পরিবেশ পদক বিতরণ অনুষ্ঠানে ‘আলোচিত ব্যক্তিত্ব ম্যাজিস্ট্রেট’ দুদক ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের সাবেক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। নানামাত্রিক কর্মসূচিতে তাদের সম্পৃক্ত, সচেতন ও দায়িত্বশীল করতে হবে। উন্নয়নের ধরন বদলাতে হবে। প্রাণপ্রকৃতিকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আনতে হবে। বায়ু, মাটি, পানিসহ সবধরনের দূষণ বন্ধে নাগরিক সচেতনতা, দায়িত্বশীলতা ও ঐক্য তৈরি করতে হবে। আইনের কঠোর প্রয়োগ, সবক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি গতকাল শুক্রবার ‘পমার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব, ‘পমা পরিবেশ পদক ২০২৫’ প্রদান ও পমা আন্ত:স্কুল চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা, সনদ ও মেডেল বিতরণ অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন। পমা চেয়ারপারসন প্রফেসর হাসিনা জা্‌কারিয়ার সভাপতিত্ব্বে ও অধ্যক্ষ বদরুল হাসান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, সিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিআইজি হুমায়ুন কবীর, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাপরিচালক অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান ও ইপসার প্রতিষ্ঠাতাপ্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান। পমার সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন লায়ন জাহাঙ্গীর মিঞা, কলামিস্ট মুহাম্মদ মুসা খান, . মুহাম্মদ কামাল উদ্দিন, অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, এসএম সিরাজদৌলা, কাজী গোলাপ রহমান, নুর হোসেন নিজামী, অধ্যাপক শাব্বির আহমদ, মো. সাইফ উল্লাহ মানসুর, কথাসাহিত্যিক জসিম উদ্দিন মাহমুদ, অ্যাড. কাজী ছানোয়ার আহমেদ লাভলু, মাজহারুল হক, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মো. মহসিন চৌধুরী, রেহেনা চৌধুরী, মো. সেলিম জাহাঙ্গীর, প্রাবন্ধিক মঈনুদ্দিন কাদের লাভলু, সৈয়দ জুলকারনাইন, কবি নাসরিন সুলতানা খানম, রেজাউল করিম বাবলু, জহির উদ্দিন, মো. ইমরুল কায়েস, মো. দিদারুল আলম, তহসিন খান, বিপ্লব বড়ুয়া, পারভিন আকতার, নোমান উল্লাহ বাহার, মো. সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ সুলাইমান কাসেমী। ধন্যবাদ বক্তব্য দেন পমা’র নির্বাহী সভাপতি আমিনুর রশীদ কাদেরী।

পরিবেশ সুরক্ষায় গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মোহাম্মদ মুনির চৌধুরীকে ‘পমা পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়। তাঁকে উত্তরীয়, সম্মননা ক্রেস্ট ও সম্মননাপত্র তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে পরিবেশ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের সংবর্ধনা, সনদ ও মেডেল প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগরে জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন নগর সরকার : মেয়র