পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে ভাবতে হবে তরুণদের

লিও ক্লাব অব চিটাগংয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ডা. ওমর ফারুক ইউসুফ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

লিও ক্লাব অব চিটাগংয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ বলেছেন, আমাদের সময়ের সাথে এখন লিও’দের কাজের ধরন হয়ত কিছুটা পরিবর্তিত হয়েছে। আমরা এক সময় চাঁদা তুলে বন্যার্তদের জন্য সহায়তা করেছি। অনেকে টাকা দিয়েছে। আবার অনেকে কটু কথাও বলেছেন। সে সময় হয়ত একটু খারাপ লেগেছিল। কিন্তু আমরা থেমে ছিলাম না। তবে এখন লিও’রা নতুন নতুন কিছু চিন্তাভাবনা নিয়ে কাজ করতে পারে। এখন তরুণদের পরিবেশ, জলবায়ু পরিবর্তনের বিষয়ে ভাবতে হবে। গতকাল সন্ধ্যায় নগরীর চকবাজার এলাকার চিটাগং লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে ভবনে লিও ক্লাব অব চিটাগংয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তবে চেষ্টা করতে হবে। আসলে চেষ্টা ছাড়া কিছুই হবে না। আমি কি হতে চাই, আমার একটা উদ্দেশ্য থাকতে হবে এবং আমার একটা স্বপ্ন থাকতে হবে। আপনারা সকলে জানেনভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম বলেছিলেনস্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না। সুতরাং আমাদের লক্ষ্যটা ঠিক রাখতে হবে।

এম এ মালেক বলেন, আমরা এখানে যারা আছি, আমাদের কিছুটা সৌভাগ্যবান করে আল্লাহতায়ালা এই পৃথিবীতে পাঠিয়েছেন। সেজন্য আমরা একত্রিত হয়েছি, যাতে আমাদের কাছ থেকে যারা কম সৌভাগ্যবান, তাদের দিকে যাতে আমাদের সেবার হাতটা প্রসারিত করতে পারি। সে জন্য আশপাশের লোকজনকে কিন্তু উদ্বুদ্ধ করতে হবে। এই যে প্রত্যেক শুক্রবার এখানে লোকজন সেবা নিতে আসে। তারা চিকিৎসা সেবা ও ওষুধ নিয়ে যায়। এই যে লায়নরা কাজ করে এটা তার একটা প্রতীক মাত্র।

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশানাল জেলা ৩১৫বি৪ এর সাবেক গভর্নর লায়ন কামরুন মালেক বলেছেন, আসলে আমরা কিন্তু কিছুই নিয়ে যাব না। এই ঘর বাড়ি টাকা পয়সা কিচ্ছু না। আমাদের সাথে যাবে একটা সাদা কাপড়ের টুকরা। আমাদের এখানে দরিদ্রদের জন্য কাজ করতে হবে, ওপারে গিয়ে যেন আমরা এটার প্রাপ্তিটা পাই। আল্লাহ বলছেনদরিদ্র আমার কাছে অনেক আপন, এই দরিদ্রকে ভালোবাসি। সেই হিসাবে আমরা সবসময় দরিদ্রের পাশে থাকবো, মানুষের পাশে থাকবো। আমাদের লায়নইজমই হলো মানুষের সাথে কাজ করা, মানুষের পাশে থাকা।

আয়োজক কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী ফয়সালের সভাপতিত্বে এবং লিও ক্লাব অব চিটাগংয়ের এডভাইজর লায়ন আবু নাসের রনি ও সাবেক সভাপতি নাফিজ মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা গভর্নর লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, লায়ন মঞ্জুরুল আলম মঞ্জু, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন ও সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন লায়ন জি কে লালা, লায়ন এম সোহেল খান, লায়ন নুরুল আলম, লায়ন তপন কান্তি দত্ত, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন লিটন কান্তি দত্ত, লায়ন ডা. অশোক কুমার দাশ। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন লিও ক্লাব অব চিটাগংয়ের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ নেওয়াজ, সিএসকে সিদ্দিকী, চৌধুরী কে এম রিয়াদ, সিরাজুল ইসলাম কমু, আখতার হোসাইন, সুপর্ণা বড়ুয়া, লিও রাহুল লালা জয়, লিও জেলা প্রেসিডেন্ট লিও মো. শওকত হোসেন, আইপিপি লিও দীপ্ত দে, ভাইস প্রেসিডেন্ট লিও সিফাতুল ইসলাম সামি, সেক্রেটারি লিও রাফিদ, লিও হোসেন মো. ইমরান নিক্সন, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব, সদ্য সাবেক প্রেসিডেন্ট লিও শাহাদাত হোসেন সাইফ, লিও শেখ মুনতাসির আল মামুন, লিও রাজেশ লালা, লিও বাঁধন ঘোষ, লিও মাহমুদুন নবী রানা, লিও মো. জাহেদ উদ্দীন রিপন, লিও মারিয়া দিলশাদ, লিও মো. সরোয়ার আলম সিয়াম, লিও ক্লাব অব এরিক্ট্রোকেসি কেমব্রিয়ানের লিও তাসফিয়া, লিও রূপালী, লিও সৌরভ, লিও ইমরুল কায়েস অপু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনাম তার গোলবাহার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা