পরিবেশের ভারসাম্য রক্ষায় কর্মসূচি সফল করার আহ্বান

বিভিন্নস্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

| শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

জেলা সিভিল সার্জন কার্যালয় : জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন এলাকায় গত সোমবার গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। এসময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, পরিবেশ সুরক্ষিত রাখতে সকলকে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে।

বৃক্ষরোপণ পরিবেশে অক্সিজেনের ভাণ্ডার তৈরি করে। তাই প্রতিটি খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ওষুধি ও অন্যান্য গাছের চারা রোপণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, ডা. নুরুল হায়দার, ডা. নওশাদ খান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, ইমাম হোসাইন রাজু প্রমুখ।

আয়ুববিবি ট্রাস্ট : আয়ুববিবি ট্রাস্টের উদ্যোগে কর্ণফুলি উপজেলার আজিম পাড়ার আজিমহাকিম স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্ধোধন করেন ট্রাস্টের চেয়ারম্যান ও ডায়মন্ড সিমেন্টের চেয়ারম্যান আলহাজ আজিম আলী। প্রধান অতিথি বলেন, পৃথিবীকে নিরাপদ ও বাসযোগ্য করতে এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। তিনি পরিবেশের ভারসাম্য বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।

ট্রাস্টের প্রধান নির্বাহী মাস্টার হাফেজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন আজিমহাকিম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী এম এ সালাম, শাহজাহান ফারুকী, আজিম উদ্দীন। উপস্থিত ছিলেন আব্বাস আলী খান, মো. সেকান্দর হোসেন, সহকারী প্রধান শিক্ষক অখিল চন্দ্র পাল প্রমুখ। পরে স্কুল শিক্ষার্থীদের মাঝে এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে গাছের চারা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাসব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল শুরু
পরবর্তী নিবন্ধক্ষমতা হারানোর ভয়ে আ. লীগ এখন দিশেহারা