পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৭:০১ পূর্বাহ্ণ

হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। তিনি গত শনিবার হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে উপজেলায় দেড় লক্ষ চারারোপণ কর্মসূচির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যে ইউনিয়ন কিংবা যে প্রতিষ্ঠান সঠিক চারা লাগিয়ে পরিচর্যা করে গাছ বড় করতে পারবে তাদের ১লক্ষ টাকা পুরস্কৃত করা হবে বলে জানান। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। সহকারী শিক্ষা কর্মকর্তা তাসলিমা আকতার কাকলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন সিকদার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, কমান্ডার নুরুল আলম, ওসি মো. মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিয়াজ মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠানে আগামী ২০ জুলাই উপজেলা পরিষদ চত্বরে কৃষিমেলা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়। প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে একটি ফলদ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। তাছাড়া উপস্থিত সকলকে একটি করে চারা উপহার দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বন্যহাতির আক্রমণে চুরমার বসতবাড়ির সীমানা প্রাচীর
পরবর্তী নিবন্ধরাউজান এখন সারা দেশের মডেল : ফজলে করিম