‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই’

পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

| শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৭:৩০ পূর্বাহ্ণ

সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দিনের দিক নির্দেশনায় ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহমদের সহযোগিতায় পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আ. জ. ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আ. জ. ম নাছির উদ্দীন ব্লাড ব্যাংকের পরিচালক মো. জোবায়ের বাসার, স্কুলের সিনিয়র শিক্ষক শিমুল কান্তি সরকার, সহকারী শিক্ষক এরশাদ। এছাড়াও স্কুলের ছাত্র আবদুর রহিম, জাহেদ, ফাহিম, রবিউল উপস্থিত ছিলেন। কর্মসূচিতে জোবায়ের বাসার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। অঙিজেন সরবরাহের আরেকটি মাধ্যম সবুজ বনায়ন। সকলকে নিজ নিজ আঙ্গিনায় অন্তত ২টি করে চারা গাছ রোপন করার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমো. এ. কে. এম শাহজাহান
পরবর্তী নিবন্ধজ্বালানি তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করা হয়েছে