প্রকৃতি ও মানুষের মাঝে সুস্থ সহাবস্থানের অন্যতম শর্ত হলো পরিবেশের ভারসাম্য রক্ষা। কিন্তু দ্রুত নগরায়ন, বন উজাড় ও শিল্পায়নের ফলে আজ পরিবেশ চরম হুমকির মুখে। বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তন, খরা, অতিবৃষ্টি ও উষ্ণতার বিপজ্জনক বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে বনাঞ্চল ধ্বংস। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে আমাদের প্রকৃতির আপন বন্ধু গাছের কাছে ফিরে যেতে হবে। বৃক্ষ শুধু অক্সিজেনই দেয় না, এটি কার্বন ডাই–অক্সাইড শোষণ করে পরিবেশকে শুদ্ধ রাখে। মাটির ক্ষয় রোধ, জলধারণ ক্ষমতা বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে গাছের ভূমিকা অপরিসীম। শহরাঞ্চলের তাপমাত্রা নিয়ন্ত্রণেও বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ অবদান রাখে।
তাই পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমকে জাতীয় আন্দোলনের রূপ দিতে হবে। প্রত্যেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়মিতভাবে গাছ লাগানো ও তার পরিচর্যা নিশ্চিত করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না তা বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে চাইলে, এখনই সচেতন হতে হবে।
রাশেদুল ইসলাম আকিব
শিক্ষার্থী,
ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।