পরিবেশের বিপর্যয়ের কারণে নিরাপদ পানির সংকট বাড়ছে

ওসাপের সভায় বক্তারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ১০:২৫ পূর্বাহ্ণ

গাছপালা কাটাসহ নানাভাবে প্রকৃতি নষ্ট করায় পরিবেশের বিপর্যয় ঘটছে। এভাবে পরিবেশের বিপর্যয় ঘটলে একটা সময় নিরাপদ পানির সংকট দেখা দিতে পারে। এ কারণে পরিবেশে ভারসাম্য রক্ষা করতে হবে এবং পানির অপচয় রোধ করতে হবে। এক্ষেত্রে সকলকে সচেতন হতে, তাহলে সুপেয় পানির সংকট অনেকটা কাটবে। গতকাল সোমবার নগরের হালিশহরে বিশ্ব পানি উদযাপন উপলক্ষে পরিবেশবাদী প্রতিষ্ঠান ওসাপ বাংলাদেশ আয়োজিত সভায় এসব মন্তব্য করেন বক্তারা।

বক্তারা জানান, দূষিত পানিতে জনস্বাস্থ্য হুমকিতে মুখে পড়ে। বিশ্বে প্রতি চার জন মানুষের মধ্যে এক জন নিরাপদ পানির অভাবে ভুগছে। দেশের ৪১ শতাংশ মানুষ এখনো নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। অথচ দেশে নিরাপদ পানি পৌঁছানো গেছে ৫৯ শতাংশ মানুষের কাছে। দুর্গম এলাকা, গ্রামাঞ্চল ও শহরের বস্তি এলাকায় নিরাপদ পানি সহজে পাওয়া যায় না। পানিতে জীবাণু, আর্সেনিক ও লবণাক্ততা রয়েছে। এসডিজি লক্ষ্য পূরণ করতে হলে নিরাপদ পানির জন্য এখন কমপক্ষে চার গুণ সক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন সভায় উপস্থিত আলোচকবৃন্দ।

ওসাপ প্রজেক্ট লিড মোহাম্মদ খোরশেদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জনস্বাস্থ্য প্রকৌশলের পক্ষে ইঞ্জিনিয়ার গোলাম মোরশেদ, চসিক স্লাম অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মইনুল আহসান চৌধুরী জয়, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও বিজ্ঞাপন বিভাগ প্রধান মোহাম্মদ বাবুল মিয়া এবং কমিউনিটি প্রতিনিধিবৃন্দ। মোহাম্মদ খোরশেদ সকলকে পানির ব্যবহারে সচেতনতা বাড়ানোপূর্বক সকলের জন্য সুপেয় ও নিরাপদ পানি নিশ্চিতকরণে সকলের সর্বাত্মক ভূমিকা পালনের আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধপাহাড়ের ৬৪ শতাংশ মানুষ বনের ওপর নির্ভরশীল