ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন বাংলাদেশ আইইবি চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গতকাল সোমবার ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ‘বাংলাদেশে মাটি ও সিমেন্টমুক্ত না পোড়ানো পরিচ্ছন্ন ইট উৎপাদন এবং প্রচলন’ বিষয়ে যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের লিভারপুল মোর্স বিশ্ববিদ্যালয়ের ড. প্রকৌশলী মানোয়ার সাদিক এবং চুয়েটের অধ্যাপক ড. প্রকৌশলী জিএম সাদিকুল ইসলাম। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেনের সভাপতিত্বে সেমিনারে বিএসআরএমের হেড অব ম্যানুফ্যাকচারিং প্রকৌশলী আজিজুল হক প্রধান অতিথি ও হেড অব কোয়ালিটি ইঞ্জিনিয়ার বিপিন কুমার শর্মা বিশেষ অতিথি ছিলেন।
কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী এসএম শহিদুল আলমের সঞ্চালনায় সেমিনারে ভাইস চেয়ারম্যান (এডমিন) প্রকৌশলী দেওয়ান সামিনা বানু স্বাগত বক্তব্য দেন।
সেমিনার কমিটির আহ্বায়ক ড. প্রকৌশলী রশিদ আহমেদ চৌধুরী ও সিভিল ইঞ্জিনিয়ার্স সমিতি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নাশিদ ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস চেয়ারম্যান (একাডেমিক) প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক।
আলোচকরা বলেন, পরিবেশ সংরক্ষণের জন্য বাংলাদেশে মাটি পুড়িয়ে ইট উৎপাদনের বিকল্প হিসেবে আধুনিক প্রক্রিয়া খুবই উপযোগী। পরিবেশ বান্ধব ইট ব্যবহরের ফলে কৃষিজমি আর বনাঞ্চল এবং একইসাথে কার্বন নিঃসরণ থেকে বায়ুমণ্ডল রক্ষা পাবে। ইটের মূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব না হলে এর প্রয়োগ, ব্যবহার ও প্রচলন সীমিত হয়ে পড়বে। প্রেস বিজ্ঞপ্তি।