প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়াসহ নিরাপদ মাতৃত্ব, মা ও শিশু স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান স্বরূপ আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মাতৃ ও শিশু স্বাস্থ্য) ডা. মোহাম্মদ শরীফকে সংবর্ধনা দিয়েছে পরিবার-পরিকল্পনা বিভাগ, চট্টগ্রাম। মেডিকেল ডক্টর ক্যাটাগরিতে ডা. মোহাম্মদ শরীফকে আন্তর্জাতিক এ অ্যাওয়ার্ডে ভূষিত করে আন্তর্জাতিক সংস্থা ‘দ্যা এশিয়া প্যাসিফিক একশন অ্যালায়েন্স অন হিউম্যান রিসোর্সেস ফর হেলথ।’ গত ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে তার হাতে এ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।
ডা. শরীফের আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পরিবার-পরিকল্পনা বিভাগ, চট্টগ্রাম। আগ্রাবাদস্থ পরিবার-পরিকল্পনা ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান। পরিবার-পরিকল্পনা, চট্টগ্রাম বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ডা. মোহাম্মদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও পরিবার-পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতির মহাসচিব ডা. মনিরুজ্জামান সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবার-পরিকল্পনা, চট্টগ্রাম জেলার উপ-পরিচালক ডা. উ খ্যে উইন।