পরিবার পরিকল্পনার সাবেক ডিজিকে দুদকে জিজ্ঞাসাবাদ

| শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:২৫ পূর্বাহ্ণ

বাড়তি দামে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কিনে সরকারের পাঁচ কোটি ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চার মামলায় তদন্তের অংশ হিসেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) কাজী মোস্তফা সারোয়ারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক তাকে জিজ্ঞাসাবাদ করেন। আবুবকর বলেন, জিজ্ঞাসাবাদে তিনি (মোস্তফা সারোয়ার) কেনাকাটায় অনিয়মে হয়নি বলে দাবি করেছেন। এ বিষয়ে তদন্ত কর্মকর্তার কাছে তিনি লিখিত বক্তব্যও দিয়েছেন। খবর বিডিনিউজের।
এর আগে মঙ্গলবার একই অভিযোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আরেক সাবেক ডিজি মোহাম্মদ ওয়াহিদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। মামলার প্রধান আসামি আজিমপুর মাতৃসদনের তত্ত্‌বাবধায়ক ডা. ইশরাত জাহানকেও গত ৮ ফেব্‌রুয়ারি কমিশনে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক মো. আবুবকর সিদ্দিক গত ১৫ ডিসেম্বর এই চার মামলা দায়ের করেন। ১৭ জন চিকিৎসক এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ৮ জনকে তাতে আসামি করা হয়। পরে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি হয়। আজিমপুর মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ইসরাত জাহান এই চার মামলাতেই আসামি। অন্যরা হলেন- পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য পারভীন হক চৌধুরী, মাতৃসদনের সাবেক সিনিয়র কনসালটেন্ট ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য মাহফুজা খাতুন, সাবেক সহকারী কো-অর্ডিনেটর (ট্রেইনিং অ্যান্ড রিসার্চ) ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য চিন্ময় কান্তি দাস, সাবেক মেডিকেল অফিসার ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার (শিশু) ও বাজারদর যাচাই কমিটির সদস্য মাহফুজা দিলারা আকতার।

পূর্ববর্তী নিবন্ধএকমাত্র কোরআন হাদীসই দেখাতে পারে মুক্তির পথ
পরবর্তী নিবন্ধলোহাগাড়া স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময়